Kolkata

পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

নজরুল মঞ্চে শুক্রবার দলের কোর কমিটির বৈঠকে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দাবি পার্শ্বশিক্ষকদের আজকের দাবি নয়। দীর্ঘদিন ধরে তাঁরা এই দাবিতে সোচ্চার। অবশেষে তাঁদের আশাপূরণ হল। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পার্শ্বশিক্ষকদের বেতন বাড়িয়ে সরকার ১০ হাজার টাকা করছে। এছাড়া উচ্চ প্রাথমিকে পার্শ্বশিক্ষকদের মাইনেও বাড়ানো হয়েছে। তা গিয়ে দাঁড়াল ১৩ হাজার টাকায়। এছাড়া যেসব পার্শ্বশিক্ষক তাঁদের যোগ্যতা অনুযায়ী স্থায়ীকরণের দাবি রাখেন, তাঁদের চাকরি স্থায়ী করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আংশিক সময়ের জন্য চুক্তিবদ্ধ কলেজ শিক্ষকদের বিষয়টি নিয়েও যথাযথ ব্যবস্থা নিতে উচ্চশিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন তিনি। বাড়িয়েছেন সর্বশিক্ষা মিশনের আওতাধীন চুক্তিবদ্ধ কর্মীদের অবসরের মেয়াদও। তা বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। তবে সরকারি কর্মীদের জানুয়ারিতেই ডিএ ১৫ শতাংশ বেড়েছে। ফলে তাঁদের এখনই ডিএ বৃদ্ধির কোনও ইঙ্গিত শুক্রবার মুখ্যমন্ত্রী দেননি।

Share
Published by
News Desk