Kolkata

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

পয়লা মার্চ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন। ৭৪ বছর পূর্ণ করে ৭৫-এ পা দিলেন তিনি। এই শুভদিনে তাঁকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত সম্পর্ককে চিরকালই রাজনৈতিক সম্পর্কের উপরে জায়গা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে কোনও ঝগড়া নেই। কোনও লড়াই নেই। কোনও রাজনৈতিক বিভেদের স্থান নেই। সেখানে একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের সম্পর্ক, সৌজন্য জায়গা পেয়েছে। কিছুদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার কথা শুনে তাঁর ফ্ল্যাটে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী। হালে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হাসপাতালে থাকাকালীনও তিনি ফোন করে তাঁর খোঁজ নেন। আবার কংগ্রেস নেতা আবদুল মান্নান অসুস্থ হতে তাঁরও খোঁজ নিয়েছিলেন। দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।

মুখ্যমন্ত্রীর এই মানবিক সৌজন্য চেতনারই এদিনের উদাহরণ হয়ে রইল বুদ্ধদেব ভট্টাচার্যকে জন্মদিনের শুভেচ্ছা। এমনও খবর শোনা যাচ্ছে যে দোলের এই পুণ্যলগ্নে বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে মিষ্টি ও কেকও তাঁর বাড়িতে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts