State

সব কর্মসূচি বাতিল করে দুর্ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

যাবতীয় কর্মসূচি বাতিল করে দুপুরেই কলকাতা থেকে মুর্শিদাবাদের দৌলতাবাদের দিকে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পৌঁছলেন বিকেলে। যেখানে যাত্রী বোঝাই বাসটি ডুবে গিয়েছিল সেখানে হাজির হন তিনি। কথা বলেন স্থানীয় মানুষজনের সঙ্গে। কথা বলেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

কলকাতা ছাড়ার আগেই একটি অনুষ্ঠানে এই বাস দুর্ঘটনা নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন এই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ ও কম আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। কীভাবে বাস নদীতে উল্টে গেল তা খতিয়ে দেখার জন্য পরিবহণ দফতর ও পুলিশকে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk