Kolkata

শীতের সন্ধ্যায় শিল্পী শুভাপ্রসন্নর বাড়িতে মুখ্যমন্ত্রী, এলেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনেরা

Published by
News Desk

আচমকাই বৃহস্পতিবার সন্ধেয় শিল্পী শুভাপ্রসন্নের বাড়িতে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এছাড়াও শিল্পীর বাড়িতে একে একে হাজির হন জয় গোস্বামী, সুবোধ সরকার, জুন মালিয়া, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রনীল সেন, অরিন্দম শীল, ব্রাত্য বসু সহ শিল্প সংস্কৃতি জগতের দিকপালরা। সল্টলেকে চিত্রশিল্পীর বাড়িতে বেশ কিছুক্ষণ সময় কাটান সকলে। পরে শুভাপ্রসন্ন জানান, তাঁরা সকলে মিলিত হয়ে গল্পগুজব করেছেন। গান হয়েছে। কবিতা পাঠ হয়েছে। মুখ্যমন্ত্রী পিয়ানো বাজিয়েছেন। তবে বিশেষ কোনও বিষয় নিয়ে আলোচনা হয়নি।

তবে নিছক আড্ডা বলে এই সান্ধ্য মিলনোৎসবকে উড়িয়ে দিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞেরা। দেশ জুড়ে অসহিষ্ণুতা নিয়ে সোচ্চার মুখ্যমন্ত্রী। তবে কী এবার ফের বিদ্বজ্জনেরা অসহিষ্ণুতার বিরুদ্ধে পথে নামতে চলেছেন? এ প্রশ্ন তুলছেন অনেকেই।

(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ফেসবুক – মমতা ব্যানার্জী অফিসিয়াল)

Share
Published by
News Desk

Recent Posts