Categories: State

মুখ আর মুখোশের জোট হয়েছে : মমতা

Published by
News Desk

বিধানসভা নির্বাচনের প্রচারে প্রথম জনসভাতেই সিপিএম কংগ্রেস জোটকে আক্রমণের নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মালদহের ইংরেজবাজারের জনসভায় সিপিএম কংগ্রেস জোটকে স্বার্থপরতার জোট বলে কটাক্ষ করেন তিনি। জোটকে মুখ আর মুখোশের জোট বলে ব্যখ্যা করেন মমতা। জোটকে নকল নাটকের সঙ্গে তুলনা করেন তিনি।

অন্যদিকে আগামী বিধানসভা নির্বাচনে মালদহ মুখ না ফেরালে জেলায় স্বচ্ছ উন্নয়নের আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যয়। শুধু সিপিএম কংগ্রেস নয়, বিজেপিকেও এদিন একহাত নিয়েছেন তৃণমূলনেত্রী। এদিন ফের একবার কেন্দ্রের আর্থিক বঞ্চনার অভিযোগ করেন তিনি। মমতার দাবি কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও রাজ্য অনেক ক্ষেত্রে দেশের মধ্যে এক নম্বরে পৌঁছেছে।

Share
Published by
News Desk

Recent Posts