Kolkata

অস্ত্র নিয়ে মিছিল বেআইনি, কঠোর ব্যবস্থা নেবে সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

অস্ত্র নিয়ে কোনও মিছিল করা যাবে না। অস্ত্র রাখতে গেলে লাইসেন্স লাগে। অস্ত্র নিয়ে মিছিল বেআইনি। অস্ত্র নিয়ে মিছিল করার চেষ্টা হলে সরকার কঠোর পদক্ষেপ করবে। এদিন ডিজি সুরজি‌ৎ পুরকায়স্থকে পাশে নিয়ে একথা পরিস্কার করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আরএসএস, বিজেপিকেও একহাত নেন তিনি। পাশাপাশি দুর্গাপুজোর বিসর্জনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া একগুচ্ছ সমালোচনার জবাবে এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি আগেই জানিয়েছিলেন মহরমের দিন ভাসান হবে না। ২৪ ঘণ্টার জন্য বিসর্জন বন্ধ থাকবে। সেটা থাকবে। তবে তার আগের দিন ভাসান নিয়ে হাতে সময় রেখে সময় জানিয়েছিলেন তিনি। হাতে রেখেছিলেন ৪ ঘণ্টা। এ নিয়ে সমালোচনার কোনও অবকাশই নেই বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এ নিয়ে নোংরা রাজনীতি করারও চেষ্টা হচ্ছে। এটা কোনও তোষণের ব্যাপার নয় বলেও স্পষ্ট করে দেন তিনি।

এদিন বক্তব্যের ফাঁকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, দার্জিলিং ক্রমশ স্বাভাবিক হচ্ছে। অনেকে কাজে যোগ দিচ্ছেন। ভগিনী নিবেদিতার বাড়ি যারা ভাঙচুর করেছে তাদের রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts