Kolkata

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, সনিয়ার সঙ্গে বৈঠক, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

দেশের নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ একটা প্রোটোকলের মধ্যে পড়ে। দিল্লিতে পৌঁছে সেটাই হবে তাঁর প্রথম কাজ। বৃহস্পতিবার বিকেলেই রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এদিন দিল্লি উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে নিজের দিল্লির সফরসূচী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ দিনের সফর তাঁর।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর শুক্রবার তিনি বিরোধী দলগুলির বৈঠকে যোগ দেবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। কংগ্রেস সভানেত্রীর ডাকে বিরোধীদলগুলির বৈঠক রয়েছে দিল্লিতে। বিজেপির বিরুদ্ধে আগামী রণকৌশল ঠিক করতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল। সেইসঙ্গে নিজেদের মধ্যে বন্ধনটাও একবার ঝালিয়ে নেওয়া হবে এই সুযোগে। এছাড়াও বেশকিছু কাজ দিল্লিতে সেরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk