Kolkata

দেশকে টুকরো হতে দেব না : মমতা

Published by
News Desk

সেই অর্থে এদিন আগাগোড়াই পাহাড় প্রসঙ্গ এড়িয়ে গেছেন মুখ্যমন্ত্রী। ২১ জুলাই মঞ্চ থেকে তাঁর বক্তব্যে নোটবন্দি থেকে বসিরহাট প্রসঙ্গ সবই জায়গা পেলেও পায়নি কেবল পাহাড়। সামান্য এক লাইনে জানিয়েছেন দেশকে তিনি টুকরো হতে দেবেন না। ব্যস এটুকুই। আর কোনও বার্তা কিন্তু সেই অর্থে উঠে এলনা মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

যদিও পাহাড় প্রসঙ্গ এখন সবচেয়ে চর্চিত বিষয়ে পরিণত হয়েছে। এখনও পাহাড়ে মোর্চার তাণ্ডব অব্যাহত। অচলাবস্থা চলছে। সেনা টহল চলছে। কিন্তু এদিন সেই বিষয়টি এড়িয়েই গেলেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk