Kolkata

স্টিং অপারেশন বিশ্বাস করেন না, ভ্যালু নেই, দাবি মমতার

Published by
News Desk

গুটিকয়েক বাদ দিয়ে দিল্লির চ্যানেলগুলি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। দালালি করছে তারা। ‘র’-এর টাকাতেও চ্যানেল তৈরি হয়েছে। এদিন ধর্মতলার মঞ্চ থেকে কার্যত ন্যাশনাল মিডিয়ার বিরুদ্ধে তোপ দেগে এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর পরিস্কার ঘোষণা কোনও স্টিং অপারেশন তিনি বিশ্বাস করেন না। এগুলোর কোনও ভ্যালু নেই! ইন্টারভিউ করতে এসে পরিকল্পনা করে নারদ করা হয়েছে বলেও এদিন দাবি করেন তৃণমূলনেত্রী।

সারদা বা নারদ মামলা কেন এখনও শেষ হচ্ছে না তা নিয়েও সভামঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তাঁর দাবি, এক এক করে তৃণমূল নেতামন্ত্রীদের ডেকে অসম্মান করা হচ্ছে। দোষ না করলেও তাঁদের দোষী বানানো হচ্ছে। এর বিরুদ্ধে মানহানির মামলা করারও হুমকি দেন তিনি।

Share
Published by
News Desk