Kolkata

বিজেপির দয়ায় বেঁচে আছে সিপিএম : মমতা

Published by
News Desk

বিজেপির পাশাপাশি এদিন সিপিএমকেও একহাত নেন মমতা। খোঁচা দিয়ে বলেন, বিজেপির দয়াতেই বেঁচে আছে সিপিএম। দুই দলের সুসম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি। রাজ্যে সিপিএমরাই বিজেপি হয়েছে বলেও দাবি করেন তৃণমূলনেত্রী।

বিষয়টি পরিস্কার না করে না বললেও তৃণমূলনেত্রীর বক্তব্য থেকে পরিস্কার রাজ্য থেকে রাষ্ট্রপতি নির্বাচনে যে ক্রস ভোটিংয়ের কথা বলা হচ্ছে তা পড়েছে সিপিএমের দিক থেকে। সিপিএম বিধায়কদেরই একাংশ এই ক্রস ভোটিংয়ের পিছনে রয়েছেন বলে ঘুরিয়ে দাবি করেন মমতা। যদিও কংগ্রেসের নেতৃত্বে ১৮ দলের বিরোধী ঐক্যের একটি দল সিপিএম।

Share
Published by
News Desk