Categories: State

বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন মমতা

Published by
News Desk

বিরোধীরা সিন্ডিকেট তৈরি করে কমিশনে নালিশ করছে। তাঁর বিরুদ্ধে, তাঁর দলের বিরুদ্ধে দিনের পর দিন নালিশ করছে। তাঁকে সকালে, বিকেলে, রাতে অপমান করছে। শুক্রবার নদিয়ার নির্বাচনী জনসভা থেকে এভাবেই বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে যত খুশি নালিশ করুক তাতে তাঁর কিছু যায় আসেনা বলেও এদিন সাফ জানিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি বিরোধীদের চাপেই বিভিন্ন জায়গা থেকে পুলিশ আধিকারিকদের বদল করছে কমিশন। যাঁদের বদল করা হচ্ছে তাঁরা অত্যন্ত দক্ষ আধিকারিক বলেও দাবি করেন তিনি। তা সত্ত্বেও কেবল বিরোধীদের কথা শুনে কমিশন তাঁদের নির্বিচারে বদলি করে চলেছে বলে অভিযোগ করেন মমতা। এদিকে এদিন ফের আগামী ভোটের দিনগুলোতে ভোটারদের নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মানুষকে ভোট দিতে দিলে তাঁরা ইঞ্চিতে নয়, ফুটে হিসেব নেবেন বলেও দাবি করেছেন সূর্যবাবু।

Share
Published by
News Desk