State

বিষয় দিঘার হোটেলের ভাড়া, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

Published by
News Desk

দিঘায় মানুষ বেড়াতে আসেন। বহুদিনের প‌র্যটনস্থল এটি। দিঘার উন্নয়ন নিয়েও এখন একগুচ্ছ ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই দিঘাতে এক এক সময়ে হোটেলের ভাড়া এক একরকম। একই ঘরের জন্য কখনও অনেক বেশি টাকা ব্যয় করতে হয় পর্যটকদের। এতেই আপত্তি মুখ্যমন্ত্রীর। আর সেকথা এদিন স্পষ্ট করে দিঘার প্রশাসনিক বৈঠকে বলেও দিলেন তিনি। ক্ষোভ উগরে মুখ্যমন্ত্রী হোটেল ব্যবসায়ীদের বলেন, তাঁদের সোনার মুরগি কেটে খাওয়ার অভ্যাস বদলাতে হবে। পর্যটকরা না এলে তাঁদের চলবে না। তাই মানুষের পকেট কাটা তাঁদের কখনই উচিত নয়। একটা হোটেলেরও বদনাম হলে তার ফল সব হোটেলকে ভুগতে হয়। তাই হোটেলগুলির সংগঠনকে এটা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যাতে সারা বছরই দিঘার হোটেলের ভাড়া এক থাকে।

আগামী দিনে তাঁর নির্দেশ মানা হচ্ছে কিনা তা দেখার জন্য পুলিশকেও নির্দেশ দেন তিনি। যে হোটেল একথা মানবে না তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। এদিন অন্যান্য বিষয় নিয়েও উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সে ব্রিজ তৈরি নিয়ে প্রশাসনিক টালবাহানাই হোক বা জেটির নিরাপত্তা। সময়মতো কেন কাজ হচ্ছে না তা জানতে চেয়ে এদিন এক এক করে আমলাদের চেপে ধরেন তিনি। কাজ শেষের জন্য বেঁধে দেন সময়সীমাও। এদিন মুখ্যমন্ত্রীর উষ্মার হাত থেকে রেহাই পাননি কাঁথির বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারীও।

Share
Published by
News Desk