Kolkata

এলাকাকে শান্ত রাখতে শান্তি বাহিনীর দাওয়াই মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

বসিরহাটে উত্তেজনার পর এবার রাজ্যের প্রতি ব্লকে শান্তি বাহিনী গড়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে তাঁদের সঙ্গে এঁটে উঠতে পারছেনা বিজেপি। তাই তৃণমূলকে চুপ করানোর রাস্তা খুঁজে বেড়াচ্ছে। সেজন্য চক্রান্তের পথ বেছে নিচ্ছে। ফেসবুককে ভুলভাবে কাজে লাগানো হচ্ছে। রাজ্যে যে কটি ব্লকে গণ্ডগোল হচ্ছে সেখানে গুজব ছড়িয়ে উত্তেজনা ছড়ানোর জন্য বিজেপির দিকেই আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। এতে কয়েকটি এলাকা অশান্ত হচ্ছে। এই অশান্তি যাতে কেউ না ছড়াতে পারে তার জন্য রাজ্যের প্রতিটি ব্লকে শান্তি বাহিনী গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৬০ হাজার বুথে স্থানীয় থানা এলাকার মানুষকে নিয়ে শান্তি বাহিনী গড়বে। এলাকার বেশ কয়েকজন মানুষকে বেছে এই বাহিনী গড়ে তুলবে পুলিশ। তারাই এলাকার শান্তি বজায় রাখবে। নজর রাখবে কোনওভাবে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে কিনা।

 

Share
Published by
News Desk

Recent Posts