Kolkata

রাজ্যপাল আমাকে ফোনে হুমকি দিয়েছেন, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

রাগে এতটা অগ্নিশর্মা হতে মুখ্যমন্ত্রীকে হালফিল দেখতে পাওয়া যায়নি। কথাগুলো বলার সময় রাগে তাঁর মুখচোখ বদলে গিয়েছিল। কার্যত অনেক সাংবাদিকও অবাক হয়ে যান মুখ্যমন্ত্রীর এই রূপ দেখে। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ ছিল সরাসরি রাজ্যপালের বিরুদ্ধে। ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বসিরহাটে একটি উত্তেজনাকে কেন্দ্র করে রাজ্যপাল এদিন তাঁকে ফোন করেন। ফোনে রাজ্যপাল তাঁর সঙ্গে অত্যন্ত অভব্য এবং অপমানজনকভাবে কথা বলেন বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালের কথা শুনে মনে হয়েছে তিনি রাজ্যপাল নন, বিজেপির কোনও ব্লক সভাপতি। রাজ্যপাল তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, এভাবে রাজ্যপাল তাঁর সঙ্গে কথা বলতে পারেন না। রাজ্যপালের পদও সাংবিধানিক পদ, মুখ্যমন্ত্রীর পদও সাংবিধানিক পদ। তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মানুষের ভোটে। রাজ্যপালের দয়ায় নয়। রাজ্যপালকে মানুষ নয়, কেন্দ্র মনোনীত করে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এদিন সাফ জানান, তিনি ফোনেই রাজ্যপালকে জানিয়েছেন যে রাজ্যপাল যেন তাঁর সঙ্গে এভাবে কথা না বলেন। এমন অপমানিত তিনি আগে কখনও হননি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। ক্ষোভে জানান, এভাবে অপমানিত হওয়ার পর তিনি একবার পদ ছাড়ার কথাও ভেবেছিলেন। এভাবে রাজ্যপাল তাঁকে অপমান করতে পারেননা বলেও এদিন সাফ জানান মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk

Recent Posts