State

কাইজার-আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ থাকলে জানান : মুখ্যমন্ত্রী

পাওয়ার গ্রিডকে কেন্দ্র করে মাস তিনেক আগে আগুন জ্বলেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। তখন সেখানে যাওয়া সম্ভব না হলেও এদিন রাস্তার শিলান্যাসকে কেন্দ্র করে ভাঙড়ে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন ভাঙড়ে পাওয়ার গ্রিড হলে মাতৃগর্ভে থাকা সন্তান নষ্ট হওয়া বা চাষের জমিতে ভরে থাকা ফসল নষ্ট হওয়ার যে আতঙ্ককে কেন্দ্র করে গ্রামে গ্রামে আন্দোলন দানা বেঁধেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা আসলে প্রোমোটিং করার চক্রান্ত। এদিন নাম করে মুখ্যমন্ত্রী দাবি করেন, বৈদিক ভিলেজ বা উন্নয়ন গ্রুপের মত ৩-৪টি প্রোমোটিং সংস্থা ভাঙড়ের কৃষিজমি কম দামে কিনে এখানে বিশাল অট্টালিকা দাঁড় করাতে চায়। তাই গ্রামের মানুষকে ভুল বুঝিয়ে জমি হাতানোর চেষ্টা করছে তারা। পাশাপাশি মাওবাদী গ্রামবাসীদের ভুলিয়ে রাস্তা কাটার ছবি তুলে টাকা তুলছে। আন্দোলনের নামে কলকাতা যাওয়ার কথা বলে টাকা তুলছে। গ্রামবাসীদের এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। সাফ জানিয়ে দেন ভাঙড়ে আন্দোলনের নামে যাঁরা বাড়িতে বোমা, বন্দুক মজুত করে রেখেছেন তাঁরা আত্মসমর্পণ না করলে তাঁদের প্রশাসন খুঁজে বার করে কড়া পদক্ষেপ করবে। ভাঙড়ে দুই তৃণমূল নেতা আরাবুল ইসলাম ও কাইজার আহমেদের দ্বন্দ্ব স্থানীয়দের কাছে সুপরিচিত। সেকথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন গ্রামবাসীদের খোলাখুলিই বলেন যদি এদের ২ জনের কারও বিরুদ্ধে তাঁদের কোনও বক্তব্য থাকে তবে তাঁরা অনায়াসে সেই অভিযোগ মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু গ্রামে অশান্তি ছড়ানো তিনি বরদাস্ত করবেন না। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে নতুন ১৮ হাজার কিলোমিটার গ্রামের রাস্তা তৈরির শিলান্যাস করেন। নির্দিষ্ট রাস্তাগুলিতে এদিন ইটও ফেলা হয়। ভাঙড় থেকে এই উদ্বোধন করে মুখ্যমন্ত্রী স্থানীয় নেতৃত্বকে বকুনি দেন। কারণ তাঁর নির্দেশ ছিল যেখানে যেখানে নতুন রাস্তা তৈরি হবে সেখানে সেখানে যেন সাংসদ, বিধায়ক থেকে স্থানীয় নেতৃত্ব হাজির থাকেন। তা না করে মুখ্যমন্ত্রীর জনসভায় তাঁরা কেন সে প্রশ্নের মুখেও পড়তে হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বকে। এদিন দক্ষিণ ২৪ পরগনাকে নির্মল জেলা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে রাজ্যের ৬টি জেলা এই স্বীকৃতি পেল।

 

News Desk

অন্যধারার খাবারেও দেশের সেরা কলকাতা, কামাল দেখাল ফুচকা, আলুপোস্ত

খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…

November 26, 2025

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025