Categories: State

ফের বাম-কংগ্রেস জোটকে আক্রমণ মমতার

Published by
News Desk

একই আকাশে কখনও সূর্য আর চাঁদকে একসঙ্গে দেখা যায়না। কিন্তু রাজ্য রাজনীতিতে সেটাই হচ্ছে। এক সময়ে যে দল রাজ্যে শাসন করত আর যারা রাজ্যের প্রধান বিরোধী দল ছিল তারাই এখন গাঁটছড়া বেঁধেছে। এদিন পশ্চিম মেদিনীপুরের সবং-এর জনসভার বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ফের বাম-কংগ্রেস জোটকে আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি এক সময়ে কংগ্রেসকে সিপিএমের বি টিম বলা হত। তবু সে সময়ে দু’দলের একটা মুখোশ ছিল। এখন সেটাও খুলে ফেলেছে তারা। দর্শন, আদর্শ ত্যাগ করে বাম-কংগ্রেস জোট বেঁধেছে। এদিন সবং-এর কংগ্রেস প্রার্থী মানস ভুঁইয়াকেও নাম না করে বিঁধেছেন মমতা। তাঁর দাবি সবং-এর কংগ্রেস প্রার্থীর সঙ্গে সিপিএমের তলে তলে সু সম্পর্ক থাকায় এখানে প্রার্থী দিত না সিপিএম। তবে বিজেপি নিয়ে এদিনও বিশেষ বাক্যব্যয় করেননি তৃণমূলনেত্রী।

Share
Published by
News Desk

Recent Posts