Categories: State

বাম-কং-বিজেপিকে একযোগে আক্রমণ মমতার

Published by
News Desk

দুই পাশে দুই কলাগাছ, মধ্যিখানে মহারাজ। পুরুলিয়ার প্রচারসভায় এদিন কংগ্রেস, সিপিএম, বিজেপিকে এভাবেই আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সিপিএমকে দু’পাশে নিয়ে বিজেপি বসে আছে বলে কটাক্ষ করেন তিনি। রাজ্যে বাম-কংগ্রেস জোট নিয়েও তোপ দাগেন মমতা। দুই দলই তাদের আদর্শ ছেড়ে জোট বেঁধেছে। দু’দলই তাদের নিজস্বতা হারিয়েছে বলে দাবি করেন তৃণমূলনেত্রী। এদিন বিজেপির বিরুদ্ধেও মুখ খোলেন তিনি। অমিত শাহ দাবি করেছিলেন এখন রাজ্যে রবীন্দ্রনাথের গানের বদলে বোমার আওয়াজ বেশি শোনা যাচ্ছে। এদিন নাম না করে মমতা পাল্টা বলেন, রবীন্দ্রনাথের সঙ্গে বোমার তুলনা টানা হয়েছে। এটা রবীন্দ্রনাথকে অপমান। দিল্লির নেতা হলেও তাদের মাথায় কিছু নেই বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। পাশাপাশি কমিশনকেও এদিন খোঁচা দিতে ছাড়েননি তিনি। দেড় দুমাস ধরে ভোট হলে সরকারি প্রকল্পের কাজ ব্যহত হয় বলে এদিন দাবি করেন তৃণমূল নেত্রী। রাজ্যে ছ’দফা ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৃণমূল নেত্রী কমিশনের এই দীর্ঘমেয়াদী ভোট প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন।

Share
Published by
News Desk