National

মমতা-নবীন সাক্ষাৎ, নিছক সৌজন্য সাক্ষাৎ, দাবি ২ মুখ্যমন্ত্রীর

Published by
News Desk

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনেই পরে দাবি করেছেন এটা নিছক সৌজন্য সাক্ষাৎ। এখানে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি। যদিও রাজনৈতিক মহলের একাংশের দৃঢ়বিশ্বাস বিজেপিকে ঠেকাতে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে পরবর্তী রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে। ৩ দিনের ওড়িশা সফরের এদিন ছিল তৃতীয় ও শেষ দিন। এদিনই নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মনে করিয়ে দেন নবীন পট্টনায়েকের পিতা তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের কথা। সেই সঙ্গে দেশের সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি আঞ্চলিক দলগুলি একজোট হলে বিজেপিকে ঠেকানো কোনও শক্ত কাজ নয়। এদিকে মমতা-নবীন সাক্ষাৎ নিয়ে সমালোচনা করেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতির কটাক্ষ যখনই মুখ্যমন্ত্রী বিপাকে পড়েন তখনই তিনি দিল্লি বা অন্য রাজ্যে ছোটেন।

 

Share
Published by
News Desk