National

পুরী মন্দিরে পুজো দিলেন মমতা, বিজেপির বিক্ষোভ, গ্রেফতার ২

Published by
News Desk

বুধবার সন্ধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন মুখ্যমন্ত্রীর পুজো দেওয়াকে কেন্দ্র করে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয় পুরীর জগন্নাথ মন্দির চত্বর। তারপরও সন্ধের মুখে যখন তাঁর কনভয় পুরী মন্দিরের দিকে এগোচ্ছিল তখন বিজেপির তরফে বিক্ষোভ দেখানো হয়। গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কাছাকাছি বিক্ষোভ দেখাতে এলে ২ বিজেপি যুব মোর্চার সদস্যকে গ্রেফতারও করে পুলিশ। এদিন মুখ্যমন্ত্রীর পুজো দেওয়াকে কেন্দ্র করে উৎসাহও ছিল যথেষ্ট। পুজো দিয়ে বেরিয়ে আসার পর হাসিমুখেই মুখ্যমন্ত্রী জানান, জগন্নাথদেবের কাছে সকলের ভাল প্রার্থনা করেছেন তিনি।

 

Share
Published by
News Desk