National

ওড়িশায় গিয়ে আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আসার আহ্বান মমতার

Published by
News Desk

রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার দলীয় সাংসদ তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ। দুজনেই ভর্তি হাসপাতালে। সেখানে গিয়েই দলের দুই সাংসদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোজভ্যালি বা সারদা নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রীর দাবি, তিনি বিজেপির মতাদর্শের পক্ষে নন। তাই তৃণমূলকে চাপে ফেলতেই এসব করছে বিজেপি। এসব গ্রেফতারির রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও সাফ জানিয়ে দেন মমতা। বিজেপি পূর্ব দিকে তাকালে তিনিও দিল্লির দিকে তাকাবেন বলেও হুংকার দেন মুখ্যমন্ত্রী। তিন দিনের ওড়িশা সফরে মুখ্যমন্ত্রীর পুরী মন্দিরে পুজো নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে। এদিন মুখ্যমন্ত্রী ফের নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন তিনি প্রকৃত হিন্দু। বিজেপি হিন্দুত্বের নামে কলঙ্ক। পাশাপাশি তিনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। কারণ হিন্দু ধর্ম পরধর্ম সহিষ্ণুতার কথা বলে। কে কী খাবে তা সেই ঠিক করবে বলে এদিন ফের একবার সওয়াল করেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk