State

রাজ্যের ২২ তম জেলার মর্যাদা পেল ঝাড়গ্রাম

Published by
News Desk

ঠিক হয়েছিল আগেই। মঙ্গলবার ঝাড়গ্রামের রাজ কলেজের মাঠে আনুষ্ঠানিকভাবে সেকথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন তিনি। ফলে রাজ্যের ২২ তম জেলা হিসাবে আত্মপ্রকাশ করল ঝাড়গ্রাম। নতুন জেলা ঝাড়গ্রামে থাকছে ১টি পুরসভা, ১টি মহকুমা, ৮টি ব্লক, ৯টি থানা, ৩টি পুলিশ ফাঁড়ি। জেলার প্রথম জেলাশাসক হচ্ছেন আর অর্জুন ও পুলিশ সুপার হচ্ছেন অভিষেক গুপ্ত।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ঝাড়গ্রাম অনেক রক্ত দেখেছে। এবার দেখবে উন্নতি। রামকৃষ্ণ মিশনকে স্কুল ও কলেজ গড়ার জন্য ৫ একর জমি দেওয়ার কথা এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, জেলায় নতুন বিশ্ববিদ্যালয় গড়ার ভাবনার কথাও। ঝাড়গ্রামের উন্নয়নে ২০০ কোটি টাকা বরাদ্দের কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Share
Published by
News Desk

Recent Posts