Kolkata

চিকিৎসা ব্ল্যাকমেলিংয়ের জায়গা নয় : মুখ্যমন্ত্রী

Published by
News Desk

স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন গঠন করল রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রী কমিশনের কথা ঘোষণা করেন। কমিশনের নেতৃত্বে রাজ্য সরকার বিচারপতি অসীম কুমার রায়ের নাম প্রস্তাব করেছে। ভাইস চেয়ারম্যান থাকছেন অনিল ভর্মা। যদি অসীম কুমার রায় দায়িত্ব গ্রহণে অপারগ হন তাহলে আপাতত কমিশনের দায়িত্ব থাকবে অনিল ভর্মার হাতে। মোট ১১ সদস্যের এই কমিশনে বিভিন্ন শাখার চিকিৎসক থেকে শুরু করে পুলিশ, আমলা সকলকেই রাখা হয়েছে। কমিশনের সদস্য হিসাবে থাকছেন চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়, অভিজিত চৌধুরী, মাখনলাল সাহা, গোপালকৃষ্ণ ঢালি, মধুসূদন বন্দ্যোপাধ্যায়, মৈত্রী বন্দ্যোপাধ্যায়। এছাড়া পুলিশের তরফ থেকে থাকছেন অনুজ শর্মা, প্রবীণ ত্রিপাঠী। থাকছেন সংঘমিত্রা ঘোষ। এদিন কমিশনের কথা ঘোষণা করে ফের একবার বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিয়েছেন চিকিৎসা পরিষেবা আর প্রোমোটিং এক নয়। স্বাস্থ্য পরিষেবার নামে ব্ল্যাকমেলিং বরদাস্ত করা হবে না বলেও সাফ জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশা, রাজ্যে তৈরি হওয়া এই স্বাস্থ্য কমিশন আগামী দিনে দেশকে পথ দেখাবে। অন্য রাজ্যেও এ ধরণের কমিশন তৈরি হওয়া উচিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিকে সঞ্জয় রায় মৃত্যু তদন্তে এদিন অ্যাপোলো হাসপাতালে হাজির হয় সাইবার বিশেষজ্ঞ দল। সঙ্গে ছিলেন ফুলবাগান থাকার আধিকারিকরা। এদিকে পা কাটা রোগীকে ফেরানোর অভিযোগে এদিন সিএমআরআইকে নোটিস ধরাল স্বাস্থ্য দফতর। নোটিসে জবাব তলব করা হয়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts