Categories: State

কংগ্রেসকে কমরেড বলে কটাক্ষ মমতার

Published by
News Desk

কংগ্রেস এখন কমরেড হয়ে গেছে। এদিন পুরুলিয়ার জনসভা থেকে বাম-কংগ্রেস জোটকে ফের একবার কটাক্ষ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়ায় ৩টি জনসভা করেন মমতা। দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতে একটি পদযাত্রাও করেন তিনি। বাম-কংগ্রেস জোটের পাশাপাশি এদিন কমিশনকেও ঘুরিয়ে কটাক্ষ করেছেন মমতা। ভোট এসেছে তাই কমিশনের লোকজন এখন আসবেন। ভোট শেষ হয়ে গেলে চলেও যাবেন। তখন তাঁদেরই সবকিছু সামলাতে হবে বলে জানান তৃণমূল নেত্রী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতিথি বলে কটাক্ষ করেন তিনি। জওয়ানদের যত্নের যেন ত্রুটি না হয় সেদিকে নজর রাখার দায়িত্ব স্থানীয় মানুষকে দেন মমতা।

Share
Published by
News Desk