Kolkata

কৃষকরত্নের অনুষ্ঠান থেকেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করলেন মুখ্যমন্ত্রী

Published by
News Desk

২৮ হাজার মেট্রিকটন আলু সরকার কিনে নেবে। আলুচাষিরা যাতে সরকারি ভাবে রাজ্যের বাইরে আলু পাঠাতে পারেন তার জন্য রাজ্য সরকার বিশেষ সহায়তা দেবে। বাইরে রপ্তানির জন্য কেজি প্রতি আলুতে দেড় টাকা করে ভর্তুকি দেবে রাজ্য সরকার। নন্দীগ্রামকাণ্ডের ১০ বছর পূর্তি উপলক্ষে নজরুল মঞ্চে এদিন কৃষকরত্ন প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। হাতে সময় থাকলেও সে সময় যে মুখ্যমন্ত্রী নষ্ট করতে চাইছেন না তা এদিনের আদ্যন্ত ভাষণ থেকেই পরিস্কার। গোটা ভাষণটাই ছিল কৃষকমুখী, গ্রামমুখী। গ্রামের মানুষের কাছে ভাবমূর্তি তৈরিতে এবং তাঁদের কাছে সরকারি সুবিধার দিকগুলো তুলে ধরে আগাম ঘর গুছিয়ে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। বাংলায় ফসল বীমা চালু করা থেকে, ৯০ শতাংশ কৃষকের হাতে ক্রেডিট কার্ড। শস্য বীমার টাকা কৃষকদের হয়ে সরকার প্রদান করে দেওয়া থেকে মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে উন্নত ও অধিক ফসলে জোর দেওয়া, এইসব সরকারি পদক্ষেপের কথা এদিন একের পর এক তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়েছেন কৃষকদের উন্নয়নই তাঁর সরকারের পাখির চোখ। কৃষকদের পাশাপাশি এদিন মাছ চাষের ক্ষেত্রেও সরকারি সুযোগ সুবিধা ও বাঙালির প্রিয় ইলিশ মাছের জন্য বিশেষ গবেষণাগার তৈরির কথাও বাদ দেননি মুখ্যমন্ত্রী। পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের পর রাজ্য বিজেপির সভাপতি জানিয়েছিলেন এ রাজ্যেও আগামী পঞ্চায়েত নির্বাচন থেকেই বিজেপির সাফল্য চোখে পড়বে। দিলীপ ঘোষের সেই দাবি যে মুখ্যমন্ত্রী লঘু করে নিচ্ছেন না তা এদিনের বক্তব্যগুলো থেকেই পরিস্কার। হতে পারে পঞ্চায়েত নির্বাচন ২০১৮-তে। হাতে অগাধ সময়। তবু কিঞ্চিত আগেভাগেই পঞ্চায়েত নির্বাচনের প্রচ্ছন্ন প্রচারে নজর দিলেন মুখ্যমন্ত্রী। এদিন বক্তব্যের শেষলগ্নে এসে রাজ্যে বেসরকারি চিকিৎসা পরিষেবা নিয়ে চলা বিতর্কে ফের একবার নাম না করে সরাসরি অ্যাপোলোর বিরুদ্ধে মুখ খোলেন তিনি। সাফ জানিয়ে দেন বিল বাড়ানোর খেলা বন্ধ করতে। চিকিৎসায় গাফিলতি নিয়ে ভূরিভূরি অভিযোগের কথা মাথায় রেখে পরিষেবা নিয়ে সতর্ক হতে। হাসপাতালগুলোকে ব্যবসা না করে সেবার মানসিকতা তৈরিরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk

Recent Posts