State

রাজ্যের ২১ তম জেলা হিসাবে জন্ম নিল কালিম্পং

Published by
News Desk

নতুন জেলার স্বীকৃতি পেল কালিম্পং। এদিন কালিম্পংকে নতুন জেলা হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পং মেলা গ্রাউন্ড থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভ্যালেন্টাইনস ডে-তে জন্ম নিল কালিম্পং। তাই এবার থেকে এই দিনটা ভ্যালেন্টাইনস ডের সঙ্গে কালিম্পং ডেও। কালিম্পং খুব সুন্দর এলাকা। এখানকার আরও উন্নয়ন হবে। পাহাড়ের উন্নয়ন জিটিএ-র হাতে থাকলেও রাজ্য সরকার উন্নয়নে পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত রাজ্যের ২১ তম জেলা হিসাবে এদিন জন্ম নিল কালিম্পং। এদিন কালিম্পং থেকে বিরোধীদেরও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কোনও অশান্তি যে তিনি বরদাস্ত করবেনা না তা এদিন আরও একবার মনে করিয়ে দিয়েছেন মমতা।

Share
Published by
News Desk