Kolkata

মান্নানকে দেখতে আচমকাই হাসপাতালে মুখ্যমন্ত্রী

Published by
News Desk

বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি আবদুল মান্নানকে দেখতে এদিন দুপুরে সেখানে আচমকাই হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পৌনে তিনটে নাগাদ সেখানে হাজির হয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। সঙ্গে ছিলেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। চিকিৎসকদের কাছে বিধানসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক আবদুল মান্নানের শারীরিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর চিকিৎসকদের নিয়েই মান্নানের কেবিনে যান তিনি। গত শুক্রবারই তাঁর পেসমেকার বসেছে। ফলে এখনও শয্যাশায়ী আবদুল মান্নান। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক সৌজন্য এবার নতুন নয়। রাজনৈতিক বিরোধিতা থাকলেও তার আঁচ তিনি ব্যক্তিগত জীবন বা সম্পর্কে পড়তে দেননি বলেই নজির রয়েছে। এবারও তার অন্যথা হলনা। প্রসঙ্গত বিধানসভায় ধস্তাধস্তির কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আবদুল মান্নান।

 

Share
Published by
News Desk