Kolkata

নোট বাতিলের ৩ মাস পূর্তি, বিধানসভায় সোচ্চার মুখ্যমন্ত্রী

Published by
News Desk

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোলে সিনেমার গব্বর সিংয়ের সঙ্গে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় নোট বাতিলের প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সিদ্ধান্ত মানবিক হওয়া উচিত, কিন্তু মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত দানবিক! এতে বহু মানুষ কাজ হারিয়েছেন। বিভিন্ন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষজন কাজ হারিয়ে ফিরে আসছেন। বিভিন্ন মেলা দেখলেই বোঝা যাচ্ছে নোট বাতিল কিভাবে মানুষকে সমস্যায় ফেলেছে।

মুখ্যমন্ত্রীর দাবি, নোট বাতিলের প্রতিবাদে সরব হওয়ায় কেন্দ্র সিবিআই দিয়ে তাঁদের ভয় দেখানোর চেষ্টা করছে। যদিও যতই ভয় দেখানো হোক তৃণমূল তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে এদিন স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন নোট বাতিল করে কালো টাকার কারবারিদের সমস্যা হয়নি। বরং আমজনতা সমস্যার মুখে পড়েছেন। তাঁদের আর্থিক স্বাধীনতা হরণ করা হয়েছে। বিদেশ থেকেও কালো টাকা দেশে ফেরাতে কেন্দ্র ব্যর্থ বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী যখন নোটবন্দি নিয়ে সরব, ঠিক তখনই নোটা বাতিলের ৩ মাস পূর্তিকে সামনে রেখে এদিন সংসদের বাইরে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা।

Share
Published by
News Desk

Recent Posts