Categories: State

বিনপুরে প্রচারে উন্নয়নের বার্তা মমতার

Published by
News Desk

আগে সন্ত্রাসের শিরোনামে ছিল বিনপুর। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেই ছবি বদলেছে। ফিরেছে শান্তি। তৈরি হয়েছে হাসপাতাল। জঙ্গলমহলের মানুষ পেনশন পাচ্ছেন। পাচ্ছেন ২ টাকা কিলো দরে চাল। জল ধরে রাখার জন্য চেক ড্যাম করা হয়েছে। গতবারের হারা আসন বিনপুরের শিলদায় প্রচারে এসে এভাবেই ভোটারদের বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনপুরের প্রার্থী খগেন্দ্র হেমব্রমকে পাশে দাঁড় করিয়ে ভোট প্রার্থনা করেন মমতা। জনসভায় অলচিকি ভাষায় ইস্তেহার প্রকাশের কথাও তুলে ধরেন তিনি। এদিন বক্তব্যের শেষে জঙ্গলমহলের মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলান তৃণমূল নেত্রী।

Share
Published by
News Desk

Recent Posts