Kolkata

সুদীপকে গ্রেফতার করবে ভাবিনি : মমতা

Published by
News Desk

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। যদি এঁরা গ্রেফতার হন, তবে নরেন্দ্র মোদী, অমিত শাহদেরও গ্রেফতার করা উচিত। এভাবে তৃণমূলের নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন থামিয়ে দেওয়া যাবে না। আগামী বুধবার থেকে তৃণমূল কংগ্রেস বেলা ১২টা থেকে ৩টে বিক্ষোভ, ধর্নায় অংশ নেবে। রাজ্যের সর্বত্র হবে আন্দোলন। আগামী ৯ জানুয়ারি থেকে দেশের ৯টি রাজ্যে আন্দোলন গড়ে তোলা হবে। যারমধ্যে রয়েছে বিহার, অসম, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, ওড়িশা, দিল্লির মত রাজ্য। এদিন নবান্নে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, এভাবে দেখতে গেলে তো আদানিদের গ্রেফতার করা উচিত। এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। খোদ প্রধানমন্ত্রী বিদেশে যখন যান তখন অনেক বাক্স যায়, তাতে কী থাকে? এভাবে তৃণমূলকে চুপ করিয়ে দেওয়া যাবে না বলেও পরিস্কার করে দেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারির সুরে জানিয়ে দেন, নরেন্দ্র মোদীর হাতে সরকার থাকলে তাঁর হাতেও আছে। তাঁরাও প্রয়োজনে বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের অনেককে গ্রেফতার করতে পারেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও যে গ্রেফতার করা হতে পারে তা তিনি ভাবতেও পারেননি বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন আমেরিকায় পেটিএম সংস্থা কালো তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন তাদের ফেরিওয়ালা হয়ে প্রধানমন্ত্রী ঘুরছেন তা দেশবাসীকে জানাতে হবে। এদিকে কীভাবে এখনও রোজভ্যালির চ্যানেল চলছে তাও জানতে চান মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk

Recent Posts