Kolkata

ভুল করলে শুধরে নিন, কেন্দ্রকে পরামর্শ মমতার

Published by
News Desk

স্বাস্থ্য সাথী প্রকল্পের অনুষ্ঠানেও কেন্দ্রকে তুলোধোনা করতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরামর্শ দিলেন ভুল মানুষই করেন, কিন্তু সেই ভুল শুধরে নিতে হয়। ভুল করে থাকলে শুধরে নেওয়ার জন্য কেন্দ্রকে পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। নোট বাতিল ইস্যুতে এদিন ঘুরিয়ে নরেন্দ্র মোদী সরকারকে স্বৈরাচারি ও একনায়কতান্ত্রিক সরকার বলে দুষলেন তিনি। জনগণের প্রতি সরকারের কর্তব্যের কথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকার চালাতে গেলে শুধু বাণিজ্যিক স্বার্থ দেখলেই চলবে না, সামাজিক দায়বদ্ধতার দিকেও নজর রাখতে হবে। নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্র কার্যত গায়ের জোরে দেশকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে রাজ্যের রাজস্ব থেকে কেন্দ্র টাকা কেটে না নিয়ে গেলে পশ্চিমবঙ্গের জন্য তিনি অনেক কিছু করতে পারতেন বলেও এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।

 

Share
Published by
News Desk