Categories: State

পড়ন্ত বিকেলে মমতার মিছিলে মানুষের ঢল

Published by
News Desk

লালগড়, শালবনিতে সভা করার পর বিকেলে মেদিনীপুরের কলেজ মাঠ থেকে গান্ধীঘাট পর্যন্ত মিছিল করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অঞ্চলের সব তৃণমূল প্রার্থী। মিছিল যত এগিয়েছে ততই তা জনসমুদ্রের চেহারা নিয়েছে। অনেক জায়গায় ফুল ছুঁড়ে মমতাকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। মিছিলে কর্মী সমর্থকরা তো ছিলেনই, সঙ্গে যোগ দেন অনেক পথচলতি মানুষ। অনেকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দুধারে ভিড় করেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তৃণমূল নেত্রী। কথা বলেন অনেকের সঙ্গে। আগামী ছ’দিন জঙ্গলমহলেরই বিভিন্ন জায়গায় প্রচার করবেন মমতা।

Share
Published by
News Desk