World

এখানে জলেই জ্বলে ওঠে উজ্জ্বল তারায় ভরা আকাশ

বেড়ানোর জন্য এখানে মানুষের সারাবছর ভিড় লেগেই থাকে। এখানে বেড়াতে গেলে সমুদ্রের জলে দেখা যাবে আকাশ ভরা ঝলমলে তারা।

Published by
News Desk

এখানে রাত নামলে সমুদ্রের ধারে ভিড় জমান মানুষজন। খুব ভাল হয় যদি সময়টা গ্রীষ্মের মধ্যভাগ থেকে শেষের দিকে হয়। রাতের আকাশের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায় তারাদের ভিড়ে।

উজ্জ্বল ঝলমলে নীল অগুন্তি তারারা যেন সেজে ওঠে তাদের মত করে। কিন্তু ঠিক এই দৃশ্য যদি আকাশের দিকে না তাকিয়ে সমুদ্রের দিকে চাইলে পাওয়া যায়। তাহলে কেমন হয়! সেটাই কিন্তু এখানে ঘটে।

আর তা দেখতে বহু পর্যটক রাতে ভিড় জমান সমুদ্রের ধারে। এখানে জলে ঢেউ খেললেই জলের মধ্যে আলো ভরে ওঠে। নীল তারার মত আলোকবিন্দু। ঝলমল করতে থাকে জল। একে বলা হয় সি অফ স্টারস।

মালদ্বীপের ভাধু দ্বীপে পর্যটকরা ভিড়ই জমান এই দৃশ্য চোখে দেখবেন বলে। এখানে জলে প্রচুর ডাইনোফ্ল্যাজেলেট ভাসছে। এসব প্ল্যাঙ্কটনরা জলে ঢেউ উঠলেই ঝলমলে হয়ে জ্বলে ওঠে।

আর ঠিক তখন ভারত মহাসাগরের ওই অংশের জল দেখে মনে হয় যেন নীল উজ্জ্বল তারায় ভরা আকাশ দেখা যাচ্ছে। এ এমন এক দৃশ্য যা চোখে না দেখলে অনুভব করা যাবেনা।

যে কোনও মানুষকে কিছুক্ষণের জন্য বিমোহিত করে দিতে পারে জলের ওপর এই অসংখ্য নীল তারার খেলা। যা এই দ্বীপের এক বিশেষত্ব। ভারত থেকেও বহু মানুষ মালদ্বীপে বেড়াতে যান। গেলে কিন্তু এই সুযোগ ছাড়াটা একেবারেই উচিত হবেনা।

Share
Published by
News Desk
Tags: Maldives

Recent Posts