World

বিনামূল্যে খাবারের কুপন সংগ্রহ করতে গিয়ে পদপিষ্ট, মৃত ২ বৃদ্ধা

Published by
News Desk

বিনামূল্যে খাবারের কুপন। তবে কেবলমাত্র বয়স্কদের জন্য। প্রবীণ নাগরিকদের জন্য বিনামূল্যে খাবারের ২০০টি কুপন ছিল। কিন্তু সেই কুপন সংগ্রহ করতে ১ হাজারের বেশি প্রবীণ মানুষ জড়ো হন। আর তাতেই বিপত্তি।

কুপন দেওয়া শুরু হতেই শুরু হয় তা সংগ্রহ করতে হুড়োহুড়ি। সকলেই বয়স্ক মানুষ। ফলে ধাক্কাধাক্কিতে অনেকেই টাল সামলাতে পারেননি। তাঁদের পায়ে দলেই অন্যরা কুপন নেওয়া চেষ্টা চালিয়ে যান। যার জেরে ২ বৃদ্ধার পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতা ২ মহিলার ১ জনের বয়স ৭৮ বছর। অন্যজনের ৮৫ বছর।

ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার পুডু জেলায়। এখানে একটি কমার্শিয়াল কমপ্লেক্সে এই কুপন বিতরণ হচ্ছিল। সামনের সপ্তাহে সেখানে লুনার নিউ ইয়ার অনুষ্ঠিত হতে চলেছে। সেই অনুষ্ঠানকে সামনে রেখেই এই কুপন বিতরণের বন্দোবস্ত করে একটি সংস্থা। আর সেখানেই হুড়োহুড়ি কেড়ে নিল ২টি প্রাণ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Malaysia

Recent Posts