World

তাঁর ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দেয় পুরোহিত, সেদিন কি হয়েছিল জানালেন সুন্দরী মডেল

জল ছেটাতে ছেটাতে আচমকা তাঁর ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দেয় এক পুরোহিত। সেদিন ঠিক কি হয়েছিল খুলে বললেন সুন্দরী প্রতিযোগিতায় জয়ী এক মডেল।

তিনি গিয়েছিলেন একটি মন্দিরে। সেখানে তিনি পুজো দেন। মন্দিরের পুরোহিত তাঁকে পুজো দিতে সাহায্যও করে। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের কাছেই রয়েছে এই মন্দিরটি।

একসময় সুন্দরী প্রতিযোগিতায় সেরা হওয়া ওই মডেল এবং অভিনেত্রী জানান, তিনি ওই পুরোহিতের কথা শুনেই যাবতীয় পুজোর নিয়ম মেনে চলছিলেন। তিনি খুব একটা পুজো দেওয়ার নিয়ম জানেন না। তাই পুরোহিতের সাহায্য তাঁর সুবিধাই করে দিচ্ছিল।

একসময় পুরোহিত তাঁকে জানায় সে একটি সুরক্ষা সূত্র তাঁর হাতে বেঁধে দেবে‌। তাতেও তাঁর কিছু মনে হয়নি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভারতীয় বংশোদ্ভূত ওই মডেল লিশালিনি কারানান জানান এরপর ওই পুরোহিত তাঁকে জানায় সে পবিত্র জলও তাঁর দেহে ছিটিয়ে দেবে।

এরপর প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করেন লিশালিনি। তিনি ওই মন্দিরে নতুন নন। তাঁর মায়ের সঙ্গে মন্দিরটিতে আগেও এসেছেন। তবে পুজো দেওয়ার নিয়মকানুন তাঁর খুব একটা জানা নেই। তাঁর মা ভারতে আসায় তিনি মন্দিরে একাই গিয়েছিলেন।

এদিকে ওই পুরোহিত প্রায় দেড় ঘণ্টা লিশালিনিকে অপেক্ষা করায় পবিত্র জল ছেটানোর জন্য। তারপর তাঁকে নিয়ে অফিসের দিকে পা বাড়ায়। লিশালিনির দাবি, তখন তাঁর বিষয়টা কিছুটা আশ্চর্য লেগেছিল। তবে পুরোহিতকে বিশ্বাস করেই তিনি কার্যত অফিসে পৌঁছন।

সেখানে লিশালিনির গায়ে ওই পুরোহিত একটি তীব্র গন্ধযুক্ত তরল ছিটিয়ে দিতে থাকে। যার গন্ধ গোলাপ ফুলের বা অন্য কোনও ফুলের বলে মনে হয়েছে লিশালিনির। ওই তরল যে সব ভক্তের গায়ে ছেটানো হয়না তাও জানিয়ে দেয় ওই পুরোহিত। এবার ওই পুরোহিত লিশালিনির মুখে এতটাই ওই তরল ছেটাতে থাকে যে লিশালিনির চোখ বন্ধ হয়ে যায়। তিনি চোখ খুলতেই পারছিলেননা।

লিশালিনি লিখেছেন, ওই পুরোহিত এরপর তাঁকে তাঁর পরনের পাঞ্জাবী স্যুটটি তুলতে বলেন। লিশালিনি জানান সেটা তিনি পারবেননা। তাঁর ব্লাউজটি খুবই টাইট। এটা শোনার পর এমন টাইট পোশাক পরার জন্য লিশালিনিকে বকেও ওই পুরোহিত।

এরপর সে লিশালিনির পিছনে গিয়ে দাঁড়ায়। মন্ত্রের মত কিছু উচ্চারণ করতে থাকে। তারপর আচমকা লিশালিনির ব্লাউজের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। নোংরা ভাবে স্পর্শ করতে থাকে লিশালিনিকে। পুরোহিত লিশালিনিকে বোঝানোরও চেষ্টা করে এটা আসলে এক ধরনের আশির্বাদ।

লিশালিনি তাঁর দীর্ঘ পোস্টে জানিয়েছেন তিনি এর চেয়ে বেশি কি ঘটেছিল আর লিখতে পারছেন না। তবে ওই পুরোহিত যে তাঁর সঙ্গে যৌন নির্যাতন করেছেন তা স্পষ্ট করে দাবি করেছেন লিশালিনি।

মালয়েশিয়ার পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগও জমা দিয়েছেন লিশালিনি। ওই দেবস্থানের প্রধান পুরোহিত অন্যত্র যাওয়ায় এই পুরোহিত অস্থায়ীভাবে পুজোর দায়িত্ব সামলাচ্ছিল। তবে এখন আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। পুলিশ তার খোঁজ করছে।

৯৫ বছর বয়সে এখনও বাস চালান, বিস্ময় বৃদ্ধের নামে দিবস ঘোষণা করল শহর প্রশাসন

যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…

November 25, 2025

টানা ১০৬ কিলোমিটার হেঁটে রোবট জানাল ১ জোড়া নতুন জুতো দরকার

মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…

November 25, 2025

৭০ বছর পর বাংলায় দেখা মিলল অতি বিরল প্রজাতির হরিণের, যার নাভিতে থাকে ভুবনভোলা গন্ধ

অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…

November 25, 2025

ঘুমন্ত রাজ্য বলে পরিচিত দেশের এই রাজ্য, পিছনে রয়েছে বিশেষ কারণ

এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…

November 25, 2025

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৬ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 25, 2025