প্রথম স্ত্রীকে লুকিয়ে প্রতিবেশি দেশে দ্বিতীয় স্ত্রীর কাছে যেতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
প্রথম স্ত্রী জানেন না স্বামীর দ্বিতীয় কোনও স্ত্রী রয়েছে। তাই পাসপোর্ট না নিয়ে জলপথে অন্য দেশে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি।
তাঁর স্ত্রী রয়েছেন। সংসার করছেন। যেমন আর পাঁচজন করেন। কিন্তু সেই স্ত্রী জানতেও পারেননি তাঁর স্বামীর দ্বিতীয় স্ত্রী রয়েছেন। শুধু আছেন এমন নয়, তিনি সন্তানসম্ভবাও। হালে ওই ব্যক্তি খবর পান তাঁর ৫ মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় স্ত্রী গুরুতর অসুস্থ।
ওই ব্যক্তি অস্থির হয়ে পড়েন। তিনি যে দেশের নাগরিক সেই দেশের কোনও প্রান্তে হলে তিনি চলে যেতে পারতেন। কিন্তু দ্বিতীয় স্ত্রী থাকেন পাশের দেশে। ফলে দরকার পাসপোর্ট।
এদিকে সেটা থাকে প্রথম স্ত্রীর কাছে। পাসপোর্ট চাইতে গেলে হাজার প্রশ্ন উঠতে পারে। প্রথম স্ত্রীর কোনও সন্দেহ হতে পারে। তাই ওসব রাস্তায় না গিয়ে তিনি জলপথে লুকিয়ে পাসপোর্ট ছাড়াই পাশের দেশে ঢোকার চেষ্টা করেন।
কিন্তু সে চেষ্টা সফল হয়নি। জলপথেই ধরা পড়ে যান। তাঁর কাছে কোনও বৈধ কাগজ পাওয়া যায়নি। মালয়েশিয়ার বাসিন্দা ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী রয়েছেন ইন্দোনেশিয়ায়।
কিন্তু মালয়েশিয়ায় তাঁর প্রথম স্ত্রী সেকথা জানতেন না। তাঁকে অন্ধকারে রেখেই ২টি সংসার চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তাও আবার ২ দেশে। তাঁকে গ্রেফতারের পর তিনি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা স্বীকার করে নেন।
এখন বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর খবরটি অনেকের নজরে এসেছে। ফলে গোপন কথা গোপন রইল না। বরং অন্যায়ভাবে কোনও দেশে ঢোকার চেষ্টা করে আপাতত গারদের পিছনে জায়গা হয়েছে ওই ব্যক্তির।













