রহস্যভেদে গোয়েন্দার কাজ করবে ছারপোকা, খবর জানাবে পলাতকের
রহস্যভেদ করতে পাকা গোয়েন্দার মত কাজ করবে ছারপোকা। অকুস্থল থেকে কেউ পালিয়ে গেলেও তার হদিশ দেবে এই রক্তচোষা কীটেরা।
ছারপোকা নিয়ে সকলেই তটস্থ থাকেন। যাতে বাড়িতে ছারপোকা না থাকে সেদিকে নজর রাখেন। বিছানা, সোফা, চেয়ার, টেবিলের কোণার মত কিছু জায়গা ছারপোকাদের বড়ই পছন্দের জায়গা। একবার কোথাও ছারপোকা তার বংশবৃদ্ধি শুরু করলে সে ঘরের মানুষের নিস্তার নেই।
এমনকি বাড়ির বাইরে থেকেও জামাপ্যান্টের খাঁজে লুকিয়ে ছারপোকারা সকলের নজর এড়িয়ে বাড়িতে ঢুকে পড়ে। কিন্তু এই রক্তচোষা কীটেরাই এবার কোনও কঠিন রহস্যভেদে সাহায্য করবে। গোয়েন্দার মত জানিয়ে দেবে অজানা তথ্য।
মালয়েশিয়ার বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ছারপোকাদের দিয়ে গোয়েন্দাগিরি করার পথ খুঁজে বার করেছেন। তাঁরা দেখেছেন ছারপোকা কোনও মানুষের রক্তপানের পর ওই মানুষের ডিএনএ ছারপোকার দেহে ৪৫ দিন পর্যন্ত থেকে যায়। যা ওই সময়ের মধ্যে পরীক্ষা করলে ওই মানুষটির গায়ের রং থেকে তাঁর চোখের রং, চুলের রং সবই বলে দেবে ওই ছারপোকার দেহে থাকা ডিএনএ।
যেখানে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেছে সেখানে থাকা ছারপোকার খোঁজ পাওয়া গেলে সেগুলিকে পরীক্ষা করে অপরাধ করে পালিয়ে যাওয়া ব্যক্তির সম্বন্ধে অনেক তথ্য পেতে পারেন তদন্তকারীরা। যদি সেই ব্যক্তি সেই জায়গায় কোথাও কিছুটা সময় বসে থাকে তাহলে তাকে ছারপোকা কামড়েছে বলে ধরে নেওয়া যেতে পারে। কারণ সেখানে ছারপোকা রয়েছে।
তাই সেই ছারপোকাদের সংগ্রহ করে ক্রাইম সিন বা অকুস্থলে আসা ব্যক্তিটির খোঁজ মিললেও মিলতে পারে। তাই আগামী দিনে তদন্তের কাজে রহস্যভেদে অকুস্থলে পাওয়া ছারপোকাদের পরীক্ষা করে তথ্য পাওয়ার চেষ্টা কার্যকরি ভূমিকা নিতে পারে।













