World

ইন্টারনেটে ছড়িয়েছে জিনস পরা ছবি, সমালোচনার মুখে মালালা ইউসুফজাই

Published by
News Desk

বিশ্বের কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা তিনি। পাকিস্তানে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসার নিয়ে কিশোরী মালালার সাহসী পদক্ষেপের খেসারতও দিতে হয়েছিল তাঁকে। পাকিস্তানেই গুলিবিদ্ধ মালালাকে ব্রিটেনে উড়িয়ে নিয়ে গিয়ে কোনওক্রমে বাঁচানো হয়। গোটা বিশ্ব তাঁর সাহসিকতার প্রশংসা করে তাঁকে অভিনন্দন জানায়। এরপর তাঁর নিজের লেখা বই, নোবেল পুরস্কার, বিশ্ব জুড়ে অভিনন্দন, পুরস্কার, সম্মান, সবই পেয়েছেন তিনি। থেকে গিয়েছেন ব্রিটেনেই। এখন অক্সফোর্ডে পড়ছেন তিনি। সেই মালালা ইউসুফজাইকে এবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হল। পড়তে হল পোশাক বিতর্কে।

পাকিস্তানি একটি ফেসবুক পেজে তাঁর একটি ছবি প্রকাশ হয়। যেখানে দেখা গেছে মালালা একটি জিনস পড়ে আছেন। যা ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। হুহু করে ছড়ানো সেই ছবির সত্যতা এখনও প্রমাণিত নয়। তবে সমালোচনার ঝড় সামলানো যাচ্ছে না। শুধু জিনস বলেই নয়, ছবিতে দেখা গেছে নোবেল জয়ী এই ২০ বছরের তরুণী জিনস, জ্যাকেট ও একটি অ্যাঙ্কল লেন্থ বুট পড়ে আছেন। এই পোশাক নিয়েই যত আপত্তি। সমালোচকদের পরামর্শ তিনি সালোয়ার কামিজ ছেড়ে কেন এ ধরণের পোশাক পড়ছেন? তাঁকে ‘নির্লজ্জ’ থেকে ‘ড্রামা কুইন’, কোনও কিছুই বলতে ছাড়েননি সমালোচকরা। যদিও এখনও এটাই পরিস্কার নয় যে ছবিতে যাঁকে দেখা গেছে তিনি মালালা ইউসুফজাই!

Share
Published by
News Desk

Recent Posts