Freeze Frame

ঠান্ডায় দিল্লির উষ্ণতা বাড়ালেন মালাইকা অরোরা

Published by
News Desk

দিল্লির একটি ফ্যাশন শো-তে তাঁর উজ্জ্বল উপস্থিতি যেন গোটা শোয়ের ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিল। তিনি মালাইকা অরোরা। মধ্যবয়সী মালাইকা এখনও যে অষ্টাদশী মডেলদের হেলায় টক্কর দিতে পারেন তা তাঁর এই ফ্যাশন শোতে ক্যাট ওয়াক দিয়েই পরিস্কার।

মালাইকা অন্যতম আকর্ষণ ছিলেন এই ফ্যাশন শোয়ের। নবতম পোশাক ও সাজে সকলকে চমকে দিয়ে একের পর এক মডেলের ক্যাটওয়াক মুগ্ধ করেছে সকলকে। শো-তে মডেলরা চমকে দিয়েছেন। আর তাঁদের মধ্যমণি হয়ে মালাইকা অরোরা আরও অবাক করেছেন তাঁর সৌন্দর্যে, ফ্যাশন বৈচিত্র্যে। দেখে নিন সেইসব ছবি।

মালাইকা অরোরা, ছবি – আইএএনএস
মালাইকা অরোরা, ছবি – আইএএনএস
মালাইকা অরোরা, ছবি – আইএএনএস
মালাইকা অরোরা, ছবি – আইএএনএস

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Share
Published by
News Desk