প্রয়াগরাজে অর্ধকুম্ভে লাখো পুণ্যার্থীর স্নান, ছবি - আইএএনএস
তিথি, নক্ষত্র মেনে ভাল সময় ছিল সকাল ৬টা থেকে সন্ধে ৬টা। তবে ভোরের ব্রহ্ম মুহুর্তে স্নানও অনেকে সঠিক বলে মনে করেন। ফলে মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে থেকেই কুম্ভ থেকে গঙ্গাসাগর সর্বত্র শুরু হয় পুণ্যস্নান। বয়স নির্বিশেষে সকলেই ঠান্ডা জলে ডুব দেন পুণ্য সঞ্চয়ের আশায়। প্রাণভরে প্রণাম করেন। স্তব, স্তোত্র পাঠ করেন।
মকরসংক্রান্তির পুণ্য লগ্নে প্রয়াগ বা গঙ্গাসাগরে স্নান যে তাঁরা করতে পেরেছেন এটা ভেবেই অনেকে আপ্লুত ছিলেন। ভারতের এই ২ ক্ষেত্র মকরসংক্রান্তির দিন লক্ষ লক্ষ মানুষে ভরে ওঠে। সকলেই সম্মোহিতের মত এগিয়ে চলেছেন। স্নান সারছেন। মনেপ্রাণে বিশ্বাস করছেন শত পাপ ধুয়ে যেন মন তাঁদের পরিচ্ছন্ন হল। লাভ হল পুণ্য। এই বিশ্বাস, এই ভক্তি কত মানুষকে কত কষ্ট সহ্য করেই এই পুণ্যক্ষেত্রে নিয়ে আসে। তাঁদের মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে।
প্রয়াগরাজে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় শাহি স্নান। সে সাধু থেকে শুরু করে বিশেষ আখড়ার স্নান হোক বা আমজনতার স্নান। লক্ষ লক্ষ মানুষ জলে ডুব দেন এদিন।
গঙ্গাসাগরেও রাত থেকেই স্নান সারেন বহু মানুষ। সেই স্নানপর্ব চলতেই থাকে দিনভর। লক্ষ লক্ষ মানুষ হাজির হচ্ছেন। স্নান করছেন সাগরের জলে। মন্ত্রোচ্চারণ করছেন। স্নান সেরে কপিল মুনির আশ্রমে প্রণাম সারছেন।
মেলার পথ ধরে সাধুদের সারিবদ্ধ মাচা। সব মাচার ওপরেই বসে বা দাঁড়িয়ে সাধুরা। কেউ নাগা সন্ন্যাসী। কেউ গেরুয়া বসন পরা সাধু। অধিকাংশের হাতেই একটা পালকের ঝাঁটা মতন। যা দিয়ে তাঁরা আশীর্বাদ করছেন পথ চলতি মানুষকে। এও এক পরম মিলনক্ষেত্র। যা বছরের এই দিনটায় মানুষের পায়ে পায়ে ভরে ওঠে।
কুম্ভ হোক বা গঙ্গাসাগর। সুরক্ষা বন্দোবস্ত ছিল দেখার মতন। নজরদারিতে কাজে লাগানো হয় আধুনিক প্রযুক্তিকে। আকাশ পথে ওড়ে ড্রোন। সতর্ক করে ঘোষণা থেকে চতুর্দিকে পুলিশি বন্দোবস্তও ছিল দেখার মতন। ছিল ওয়াচ টাওয়ার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…