World

৫০০ জনের ওপর জীবিত মানুষের নামে শোকবার্তা পাঠাল হাসপাতাল

সকলেই জীবিত। অথচ তাঁদের ইহলোক ত্যাগের কথা জানিয়ে শোকবার্তা পাঠাল একটি হাসপাতাল। যা দেখার পর ওই জীবিত মানুষরাই হতবাক।

তাঁরা প্রত্যেকেই বহাল তবিয়তে বেঁচে আছেন। কিন্তু তাঁরাই দেখলেন তাঁরা নাকি ইহলোক ত্যাগ করেছেন। তাঁদের সেই পরলোকগমনের জন্য শ্রদ্ধাজ্ঞাপন করে শোকবার্তা পাঠিয়েছে একটি হাসপাতাল। যে সে হাসপাতাল নয়। শহরের সবচেয়ে বড় ও নামকরা হাসপাতাল এই শোকবার্তা পাঠিয়েছে।

শোকজ্ঞাপন করা হয়েছে ওই মানুষগুলির পরিজনদের। যাঁরা বেঁচে তাঁদের দেখতে হল তাঁদের আত্মা যেন শান্তি পায় সেই বার্তা। একসঙ্গে ৫৩১ জনের কাছে গেছে এই বার্তা। যাঁরা প্রত্যেকেই জীবিত।

কীভাবে এমন কাণ্ড করতে পারল ওই হাসপাতাল! বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি হলে তা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। তাঁরা তখনই এমন ভুলের জন্য ক্ষমা চেয়ে নেন।

হাসপাতাল এটাও পরিস্কার করে জানিয়েছে যে এমন কোনও মেডিক্যাল রেকর্ডও নেই যে ওই ব্যক্তিরা আর ইহলোকে বিরাজ করছেননা। তাঁরা পরলোকগমন করেছেন।

তা সত্ত্বেও কীভাবে কম্পিউটার থেকে এমন ভুল হল তা বুঝে উঠতে পারছেনা তারা। তবে এটা নিশ্চিত করা হয়েছে যে এমন ভুল আগামী দিনে আর হবেনা। কম্পিউটারের যাবতীয় তথ্যও ঠিক করেছে ওই হাসপাতাল।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় এটা পুরোটাই প্রযুক্তিগত ত্রুটির ফলে ঘটেছে। একটি কম্পিউটার প্রোগ্রামের সমস্যার কারণেই এই ভয়ংকর ঘটনা ঘটে গেছে। ঘটনাটি ঘটেছে আমেরিকার মেইন রাজ্যে। সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল থেকেই এমন বার্তা প্রেরণ করা হয়েছিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *