World

রেস্তোরাঁয় খেতে গিয়ে বিয়ের আংটি তৈরি করে ফেললেন মহিলা

রেস্তোরাঁয় খেতে গিয়ে খাবার খেয়ে বিল মিটিয়ে চলে আসা। এটাই সকলে করে থাকেন। কিন্তু এই মহিলা এমন কিছু পেলেন যা দিয়ে তিনি বিয়ের আংটি বানিয়ে ফেললেন।

Published by
News Desk

রেস্তোরাঁর খাবার শুধু রসনা তৃপ্তই করেনা, মনের মত বিয়ের আংটিও গড়ে দেয়। এমনটাই তো ঘটল। শুনে একটু অবাক লাগতেই পারে।

রেস্তোরাঁয় খেতে গিয়ে মন ভাল করা খাবার খাওয়া যায়। খেতে খেতে পছন্দের মানুষের সঙ্গে গল্প করা যায়। একটা সুন্দর সময় কাটানো যায়। কিন্তু তাছাড়া বাড়িতে নিয়ে আসার মত কিছু পাওয়া যায় কি! সাধারণত যায়না।

তবে এই মহিলা পেলেন। একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে তিনি যে খাবার নিয়েছিলেন তাতে ঝিনুকও ছিল। ঝিনুক অনেকেরই পছন্দের খাবার। সেই ঝিনুক টেবিলে সার্ভ করার পর তিনি তা খেতে গিয়ে অবাক হয়ে যান।

সার্ভ করা ঝিনুকের মধ্যে আটকে আছে একটি আস্ত মুক্তো! ঝিনুকের পেটেই মুক্তো তৈরি হয়। এটা সকলের জানা। কিন্তু রেস্তোরাঁয় খাবার হিসাবে টেবিলে সার্ভ করা ঝিনুকের পেটে যে মুক্তি মিলবে তা আশা করেননি ওই মহিলা।

তিনি এতটাই খুশি হন ওই মুক্তটি পেয়ে যে সেটা নিয়ে এসে একটি আংটি তৈরি করান। আর সেই মুক্তোর আংটি পরে তাঁর বিয়ের এনগেজমেন্ট রিং-এ পরিণত হয়।

ঘটনাটি ঘটেছে রোড আইল্যান্ডের একটি রেস্তোরাঁয়। সেখানে ওই মহিলা তাঁর হবু স্বামীর সঙ্গে খেতে এসেছিলেন। তখনই খাবারের প্লেটে ঝিনুকের মধ্যে থেকে তিনি এনগেজমেন্ট রিং বানানোর মুক্তটি পেয়ে যান। খবরটি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk

Recent Posts