Categories: Sports

রবিবার ফাইনাল, খোশমেজাজে ধোনি

Published by
News Desk

এশিয়া কাপের ফাইনালে রবিবার বাংলাদেশের মীরপুরে শের-এ-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ।

তার আগে একদম অন্য ভূমিকায় খুঁজে পাওয়া গেল ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। ক্রিকেট অনুশীলন নয়, বরং ঢাকার গল্ফ ক্লাবে দেখা মিলল মাহির। গল্ফের স্টিক হাতে বসন্তের রোদ গায়ে মেখে সবুজ গালিচায় ঘুরে চুটিয়ে গল্ফ খেললেন তিনি। চাপ কাটানোর কৌশল, নাকি খাতায় কলমে অপেক্ষাকৃত দুর্বল বাংলাদেশকে তাচ্ছিল। মাহির গল্ফ খেলা নিয়ে চর্চা শুরু হলেও তা মোটেও গায়ে মাখছেন না বিতর্কের সঙ্গে ঘর করে অভ্যস্ত ধোনি।

এদিকে পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে খেলা ভারতীয় দল ফাইনালে অপরিবর্তিত রাখছেন ভারত অধিনায়ক।

Share
Published by
News Desk

Recent Posts