Sports

পঞ্চম ভারতীয় হিসাবে ১০ হাজারের ক্লাবে ধোনি

Published by
News Desk

একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের গণ্ডি পার করলেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার সিডনিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম একদিনের ম্যাচে এই বিরল রেকর্ড গড়েন তিনি। যদিও ধোনির এই রান আগেই হয়েছিল। কিন্তু তারমধ্যে একটি আফ্রিকা একাদশের বিরুদ্ধে ১৭৪ ঢুকে ছিল। ফলে মাত্র ১ রানের জন্য অন্তর্দেশীয় ক্রিকেটে ১০ হাজারের ঘরে ঢোকা আটকে ছিল তাঁর। এদিন সেই লক্ষ্য পূর্ণ হল। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনি করেন ৫১ রান।

এর আগে ভারতের শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলি এই ক্লাবে যুক্ত হয়েছিলেন। পঞ্চম ভারতীয় হিসাবে এই ক্লাবে যুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি। প্রসঙ্গত একদিনের ক্রিকেটে সারা বিশ্বে মাত্র ১২ জনই ১০ হাজার রানের গণ্ডি পার করতে পেরেছেন। সেই বিরল কৃতিত্ব এবার ঝুলিতে পুরলেন ধোনি।

Share
Published by
News Desk

Recent Posts