Entertainment

যুদ্ধের সাজে-মেজাজে ‘বাহুবলী’ ধোনি

Published by
News Desk

২২ গজের যুদ্ধের আঁচ কোনওদিনই টলাতে পারেনি তাঁর শীতল মস্তিষ্ককে। তিনি ‘ক্যাপ্টেন কুল’ ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন। সে কথা মহেন্দ্র সিং ধোনির অনুরাগীমাত্র ভালমতোই জানেন। কিন্তু সম্প্রতি হঠাৎ কেমন যেন বদলে গেছেন ধোনি। তাঁর সেই ‘কুল’ মেজাজ আর নেই। যুদ্ধের উন্মাদনায় একেবারে যেন ‘বাহুবলী’ হয়ে উঠেছেন। নিজেকে ‘কুল’ মানতেও একেবারে রাজি নন। পরনে যুদ্ধের পোশাক। মাথার লম্বা লম্বা চুল ছুঁয়েছে কাঁধ অবধি। চুলের কিছুটা মাথার পিছনে নিয়েছে ঝুঁটির চেহারা। একেবারে বিদ্রোহী গ্ল্যাডিয়েটরের সাজ! দেখে মনে হচ্ছে, কি যেন একেবারে খেপিয়ে তুলেছে মাহিকে। শুধু হাতে তলোয়ারের জায়গায় শোভা পাচ্ছে চওড়া ব্যাট। এইটুকুই যা ফারাক। ওই ব্যাট দিয়েই শত্রুশিবিরকে ছত্রখান করতে প্রস্তুত তিনি। ধোনির এমন বেখাপ্পা রণংদেহী মূর্তি দেখে তো অবাক বনেছেন সতীর্থরাও। কি এমন হল যে শীতল রণনীতি ত্যাগ করে মাথা গরম হয়ে উঠল ক্যাপ্টেন কুলের?

আরে বাবা, ‘হাঙ্গার আচ্ছে আচ্ছে কো বদল দেতা হ্যায়’। মানে, খিদের কারণেই মাঠে নামার আগে মাথা গরম হয়ে গিয়েছিল মাহির। তাই আচমকা নিজের পরিচয় ভুলে খেপে উঠেছিলেন তিনি। তা অধিনায়কের মাথা ঠান্ডা হল কিভাবে? কি করে আবার? একটি সংস্থার চকোলেট পেটে পড়তেই স্বমূর্তি ধারণ করেন ধোনি। সেই ছোট ছোট চুল। গালভরা হাসি আর ঠান্ডা মাথার ধারালো বুদ্ধি, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন সকলে। সম্প্রতি এই চকোলেট প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ধোনি। তারই বিজ্ঞাপনী প্রচারে মজার ছলে সৈনিকের অবতারে টিভির পর্দায় দেখা যাচ্ছে ধোনিকে। যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে।

Share
Published by
News Desk

Recent Posts