Sports

পদ্মভূষণের জন্য ধোনিকে মনোনীত করল বিসিসিআই

Published by
News Desk

পদ্মভূষণ পুরস্কারের জন্য মহেন্দ্র সিং ধোনিকে মনোনীত করল বিসিসিআই। বিসিসিআই সূত্রের খবর, এবছর এমএস ছাড়া আর কারও নামই পদ্মভূষণের জন্য পাঠানো হয়নি। ভারত তৃতীয় শ্রেষ্ঠ নাগরিক সম্মানের জন্য এমএস যোগ্য বলেই একযোগে মেনে নিয়েছেন বোর্ডকর্তারা।

ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ৩৬ বছর বয়সী ধোনির ঝুলিতে রয়েছে ২টি বিশ্বকাপ জেতার কৃতিত্ব। ক্রিকেটের সব ধরণের ফরম্যাটেই সফল তিনি। রয়েছে ১০ হাজারের কাছে রান। ৯০টি টেস্ট খেলার রেকর্ড। সেসব কথা মাথায় রেখেই তাঁর নাম মনোনীত হয়েছে বলে বিসিসিআই সূত্রের খবর। ইতিমধ্যেই পদ্মশ্রী, রাজীব খেলরত্ন ও অর্জুন পুরস্কারের মত সম্মান অর্জন করেছেন ধোনি।

(ছবি – সৌজন্যে – ফেসবুক)

Share
Published by
News Desk

Recent Posts