Sports

নিজেকে ওয়াইনের সঙ্গে তুলনা করলেন ধোনি

Published by
News Desk

কথায় বলে পুরনো মদের কদরই আলাদা। ওল্ড ওয়াইনের মাহাত্ম্য কমবেশি সকলেরই জানা। অ্যান্টিগায় জয়ে তাঁর চওড়া ব্যাটের বড়সড় অবদানের পর নিজেকে সেই ওয়াইনের সঙ্গেই তুলনা করলেন মহেন্দ্র সিং ধোনি। বয়সের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে দেশ বিদেশের পিচে ব্যাট হাতে ভেল্কি দেখাচ্ছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শুক্রবারও অ্যান্টিগার কঠিন পিচে সেই খেলাই দেখালেন তিনি। ৭৯ বলে ৭৮ রানের যে ইনিংস তিনি উপহার দিলেন তা কার্যতই দুরন্ত। ম্যাচের শেষে তাঁকে এই ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে নিজেই মজা করে নিজেকে ওয়াইনের সঙ্গে তুলনা করেন ধোনি।

 

Share
Published by
News Desk

Recent Posts