Sports

অধিনায়কত্ব ছাড়লেন ধোনি

Published by
News Desk

ক্রিকেটের ৩টে ফরম্যাটেই দেশকে নেতৃত্ব দেওয়ার ভার স্বেচ্ছায় বিরাট কোহলির হাতে তুলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। কিছুটা আচমকাই টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে ভারতের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন ক্যাপ্টেন কুল। ওয়ান ডে-তে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচে অধিনায়ক ছিলেন ধোনি। আর একটা ম্যাচ খেললেই ২০০টা ম্যাচে অধিনায়কত্বের বিরল সম্মান অর্জন করতে পারতেন। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে ওয়ান ডে খেলতে নামার আগেই নাটকীয়ভাবে সরে দাঁড়ালেন তিনি।

তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ভারতীয় দল থেকে সরে দাঁড়াচ্ছেন না ধোনি। চুটিয়ে খেলবেন। বরং অধিনায়কত্বের বাড়তি চাপ না রেখেই মাঠে নামবেন তিনি। ফলে ধোনির স্বভাবোচিত খেলা ফের দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।

Share
Published by
News Desk

Recent Posts