Categories: Sports

গাড়ির নাম টাইপে ভুল, কর গুনতে হবে ধোনিকে

Published by
News Desk

গাড়ি কেনার বিড়ম্বনা। এককালীন কর ও জরিমানার টাকা একসঙ্গে দিতে হবে ভারত অধিনায়ক এমএস ধোনিকে। ২০০৯ সালে স্পোর্টস কার ‘হামার এইচ-২’ কিনেছিলেন ধোনি। কিন্তু ভুলবশত গাড়িটির রেজিস্ট্রেশনের সময় ‘হামার এইচ-২’-র বদলে লেখা হয় স্করপিও। সেইমত করও ধার্য হয়। কিন্তু হালে তাদের ভুল বুঝতে পারে রাঁচির পরিবহণ দফতর। ভুল চোখে পড়তেই ধোনিকে চিঠি পাঠায় তারা। সেখানে বাড়তি কর ও জরিমানা বাবদ এককালীন টাকা জমা দিতে নির্দেশ দেওয়া হয়। তবে মোট টাকা হিসাবমত চার লক্ষের ওপর হলেও নিজেদের তরফে টাইপের ভুলের কথা মাথায় রেখে ৫৩ হাজার টাকায় ধোনিকে রেহাই দিয়েছে পরিবহণ দফতর। ওই টাকা জমা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছে তারা।

Share
Published by
News Desk

Recent Posts