Sports

মেয়েকে নিয়ে বাইকে ঘুরলেন ধোনি

বাইকে করে মেয়েকে নিয়ে ঘুরছেন মহেন্দ্র সিং ধোনি, ভিডিও পোস্ট করলেন ধোনিপত্নী

Published by
News Desk

লকডাউনে এখন সকলেই বাড়িতে। ব্যস্ত মানুষদেরও এখন কাজ নেই। তবে একটা লাভ হয়েছে। করোনা পরিবারের সকলকে সারাদিন একসঙ্গে নিজেদের মত করে সময় কাটানোর সুযোগ করে দিয়েছে। হতে পারে এমন সুযোগ কাম্য নয়। তবু বাস্তব হল করোনার কারণে মানুষ এখন বাধ্য হয়েও বাড়িতে। আর সেখানে সকলেই পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ উপভোগের সুযোগ পাচ্ছেন। যেমন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ধোনি এখন নিজের ফার্ম হাউসে স্ত্রী-কন্যার সঙ্গে সময় কাটাচ্ছেন।

মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি হালে একটি ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছেন। সেখানে দেখা গেছে ধোনি মোটরবাইকে চাপিয়ে মেয়ে জিভাকে নিয়ে ঘুরছেন। ইন্সটাগ্রামে আপলোড করা সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ধোনির এই কোয়ালিটি টাইম কাটানোর ছবি অনেকেই ইতিমধ্যে দেখে ফেলেছেন। ভিডিও ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংস-এর তরফেও ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করা হয়েছে।

সাধারণ সময় হলে ধোনি এখন থাকতেন চেন্নাই সুপার কিংসের সঙ্গে। কারণ করোনা না থাকলে এই সময় আইপিএল চলত। আর সেখানে ব্যস্ত থাকতে হত ধোনিকে। কিন্তু করোনার জেরে ১৩ তম আইপিএল বিশ বাঁও জলে। অনেকেই মনে করছেন আর এবারের আইপিএল হওয়া সম্ভব নয়। তাই এখন ধোনি বাড়িতে। দেশের তামাম নাগরিকের মতই তিনিও লকডাউনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজের মত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts