World

৫ লক্ষ পাউন্ডে বিক্রি হল গান্ধীজীর ছবি দেওয়া স্ট্যাম্প!

Published by
News Desk

৫ লক্ষ পাউন্ড। ভারতীয় মুদ্রায় ৪ কোটিরও কিছু বেশি। এই দামেই গান্ধীজীর ছবি চারটি স্ট্যাম্পের সেট বিক্রি হল লন্ডনে। এযাবৎ এতদামে কোনও ভারতীয় স্ট্যাম্প বিক্রি হয়নি।

১৯৪৮ সালে মাত্র ১৩টি এই স্ট্যাম্প শুধুমাত্র সরকারি কাজের জন্য ছাড়া হয়। ফলে এর মূল্য নিশ্চিতভাবেই অনেক। তেমনই আবার ৪টি স্ট্যাম্প একসঙ্গে পাওয়া মুখের কথা নয়। সেটাই এবার মোটা টাকায় কিনে সংগ্রহে নিলেন অস্ট্রেলিয়ার এক শিল্পপতি। ব্রিটেনের সংস্থা স্ট্যানলি গিবনস এদিন এই বিক্রি করে। এমনই একটি স্ট্যাম্প এর আগে এই সংস্থাই উরুগুয়ের এক শিল্পপতিকে বিক্রি করেছিল।

Share
Published by
News Desk